বনশ্রীতে সাততলা ভবন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
রাজধানীর রামপুরার বনশ্রী আবাসিক এলাকার সাততলা ভবনের ছাদ থেকে পড়ে নিরেন চৌধুরী (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জুন) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সন্ধ্যা সাতটায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিরেন চৌধুরীকে হাসপাতালে নিয়ে আসা ছোট ভাই সুব্রত চৌধুরী জানান, আমার বড় ভাই নিরেন ক্যানসারে আক্রান্ত ছিলেন। আগে তিনি মুদির দোকানের ব্যবসা করলেও বর্তমানে বেকার ছিলেন। চিকিৎসার জন্য ছোট মেয়ে ঝুমা চৌধুরীর রামপুরা ২ নম্বর রোডের ২৬ নম্বর বনশ্রীর বাসায় এসেছিলেন তিনি। ঝুমা ওই বাড়ির সাততলায় ভাড়া থাকেন। আজ বিকেলের দিকে একটু হাঁটাহাঁটির জন্য সাত তলা ভবনের ছাদে গিয়েছিলেন তিনি। বৃষ্টি ভেজা ছাদে হঠাৎ পা পিছলে পাশাপাশি দুটি বাড়ির মাঝখানের সরু অংশে পড়ে যান তিনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামপুরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, আমরা ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সংবাদ দেই। তারা এসে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, তার বাড়ি গাজীপুরের কালিগঞ্জ থানার বালিগাঁও গ্রামে। সে মৃত হনীন্দ্র চৌধুরীর ছেলে ছিল।
এসএএ/এমএ/