রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির করতে গিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন- বাবু ওরফে ভাঙ্গারী বাবু (৩২) ও কবীর ওরফে দাঁতভাঙা কবির (৩০)। 

তারা ঢাকা মহানগর উত্তর ১০০ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

মোহাম্মদপুর থানায় অভিজিত কুমার সেনগুপ্ত (৬০) নামে এক ব্যবসায়ীর করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ জুন) রাতে তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

রোববার (১১ জুন) মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মোহাম্মদপুর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় চাঁদাবাজির সাথে জড়িতদের গ্রেপ্তার করেছি।

এদিকে মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার বি ব্লকে অভিজিৎ কুমার সেনগুপ্ত (৬০) নামের এক ব্যবসায়ী তার বাড়ীতে ইলেকট্রিক কাজ করাচ্ছিলেন। এ সময় বাবু ওরফে ভাঙ্গারী বাবু ও কবির ওরফে দাঁতভাঙা কবিরসহ ৫-৬ জন ওই ব্যবসায়ীর বাসায় এসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে ইলেকট্রিক মিস্ত্রীদের মারধর করে। এ সময় তারা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বাড়ির মালিকসহ মিস্ত্রীদের হুমকি দিয়ে যায়।

এমএসি/ওএফ