জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণসহ অন্যান্য ভাষণ নিয়ে শিল্পকলা একাডেমিতে একক চারুকলা প্রদর্শনী শুরু হচ্ছে আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অন্তর্ভুক্ত ঐতিহাসিক ভাষণ নিয়ে ‘স্বাধীনতার মৃত্যুঞ্জয়ী কবি’ শীর্ষক শিল্পী মিজানুর রহমানের নির্বাচিত শিল্পকর্মের ওপর পক্ষকালব্যাপী একক এই চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় বিকেল ৫টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা এবং চিত্রশিল্পী অধ্যাপক আবুল বারক্ আলভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। বাসস। 

এনএফ