চট্টগ্রামের জামাল খান চত্বরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

আজ (বৃহস্পতিবার) সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। গতকাল বুধবার ম্যুরাল ভাংচুরের এ ঘটনা ঘটে।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের দাবি, চট্টগ্রামে যুবদলের মিছিল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের ম্যুরালের ওপর আঘাত করে জাতির সামনে বিএনপি আবার তাদের স্বাধীনতাবিরোধী ঘৃণ্য চরিত্র উপস্থাপন করেছে। বিএনপি ও জামায়াতকে আলাদা করে দেখার সুযোগ নেই। এরা এখন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বিএনপি কখনোই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। বিএনপির সমর্থকরা জামায়াতের মতো সবসময় একাত্তরের পরাজিত অপশক্তি পাকিস্তানের প্রেমে হাবুডুবু খায়। রাজনীতির নামে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপরাধে বিএনপি-জামায়াতকে নিষিদ্ধ করার যৌক্তিক দাবি এখন সত্যিকার অর্থে গণদাবিতে পরিণত হয়েছে। 

আরও পড়ুন : বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর, অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা বলছেন, চট্টগ্রামে বিএনপির ভণ্ডামির মুখোশ আরেকবার উন্মোচিত হয়েছে। দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশের নামে বিএনপি দেশ ধ্বংস করার সমাবেশে লিপ্ত হয়েছে। তারুণ্যের সমাবেশের নামে বিএনপির ছাত্রদল-যুবদল নেতা-কর্মীরা মিছিল নিয়ে ফিরে যাওয়ার সময় জামালখান চত্বরসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়ের ঐতিহাসিক ছবি নিয়ে করা সমস্ত ম্যুরাল ভেঙে দিয়েছে; যা রাষ্ট্রদ্রোহ অপরাধের শামিল। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুরের সাথে জড়িত বিএনপি-যুবদলের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। নির্বাচন কমিশনের নিকট দাবি, দেশবিরোধী অপশক্তি ও অবৈধ সামরিক শাসকের সৃষ্টি করা বিএনপি নামক অগ্নিসন্ত্রাসী দলের রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

এমএসআই/এনএফ