শ্যামপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার
রাজধানীর শ্যামপুরে একটি বাসায় সাথী আক্তার (২১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী ফারুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬জুন) বিকেলের দিকে খবর পেয়ে ডিআইটি প্লট এলাকার ওই বাসায় যায় পুলিশ।
বিজ্ঞাপন
এ ব্যাপারে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে বিকেলে দিকে শ্যামপুর থানাধীন ডিআইটি প্লট ১১৪ নম্বর বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দেখে পুলিশের সন্দেহ হলে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, পারিবারিক কলহের জেরে শারীরিকভাবে নির্যাতনের পর স্ত্রী সাথীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী ফারুকুর জানান, বেশ কিছুদিন যাবৎ তাদের মাঝে কলহ চলছিল। আজ কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের বশে স্ত্রীর গলা চেপে ধরলে তিনি মারা যান। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। ফারুকুর এর আগেও আরেকটি বিয়ে করেছেন। এসময় ফারুকুর নিজেকে একজন সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।
বিজ্ঞাপন
এদিকে পুলিশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। সাথী বরিশাল জেলার হিজলা থানা এলাকার হানিফ হাওলাদারের মেয়ে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।
এসএএ/কেএ