হজের আগে আত্মোপলব্ধি, পরিশোধ করলেন বিনা টিকিটে ভ্রমণের সব ভাড়া
সারা বছর নানা সময়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেছেন। হজে যাওয়ার আগে আত্মোপলব্ধি ঘটল। তার মনে হলো এই টাকা বাকি রেখে গেলে তো যথাযথভাবে হজ পালন হবে না। এ চিন্তা থেকে চট্টগ্রাম রেলস্টেশনে এসে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের সব ভাড়া একসঙ্গে পরিশোধ করলেন মো. মুসা নামে এক ব্যবসায়ী।
শুক্রবার (১৬ জুন) চট্টগ্রাম রেলস্টেশনের প্রধান বুকিং সহকারী মো. দেলোয়ারের কাছে ভাড়াবাবদ মোট সাড়ে ৩ হাজার টাকা পরিশোধ করেন তিনি।
বিজ্ঞাপন
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, মুসার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। এবারে তিনি হজে পালন করতে যাওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম রেলস্টেশনের প্ল্যাটফর্ম স্টেশনমাস্টার মাইন উদ্দিন মামুন ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার সন্ধ্যায় মুসা নামে এক ব্যবসায়ী এসে হজ পালনের আগে বিনা টিকিটে ভ্রমণের সব ভাড়া পরিশোধের ইচ্ছাপোষণ করেন।
বিজ্ঞাপন
তিনি জানিয়েছেন, সময় না থাকায় অনেক সময় তিনি টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণ করেছেন। ট্রেনে চেষ্টা করেও পরিশোধ করতে পারেননি। এই অল্প টাকা বাকি রেখে হজ পালন করলে হবে না। এই উপলব্ধি থেকে তিনি টাকাটা পরিশোধ করতে চট্টগ্রাম স্টেশনে আসেন।
‘আমি প্রথমে ব্যবসায়ীকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যাই। তার পরামর্শে প্রধান বুকিং সহকারীর অফিসে নিয়ে যায়। সেখানে তিনি হিসেব করে সাড়ে ৩ হাজার টাকা জমা দেন। যেটি বিবিধ খাতে নেওয়া হয়েছে।’
এ বিষয়ে মো. মুসা বলেন, অনেক সময় টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করেছি। যেটি উচিত হয়নি। আল্লাহর কাছে হিসাব দিতে পারব না। তাই বিবেকের তাড়নায় স্বেচ্ছায় স্টেশনে এসে আগে সব টাকা পরিশোধ করেছি।
এমআর/এসএম