কনকর্ডের নির্মাণাধীন ভবনে মশার লার্ভা : সাইট ইঞ্জিনিয়ারকে জরিমানা
এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে কনকর্ড রিয়েল এস্টেট লিমিটেড কর্তৃক নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবন নির্মাণে সংশ্লিষ্ট সাইট ইঞ্জিনিয়ার জিল্লুর রহমানকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ জুন) ধানমন্ডি এলাকার ১৬ নম্বর রোডে কনকর্ড রিয়েল এস্টেট লিমিটেডের নির্মাণাধীন এ ভবনে কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এ জরিমানা করেন।
বিজ্ঞাপন
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম মোট ৪০টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে কনকর্ড নির্মাণাধীন ভবন ছাড়াও সাত মসজিদ রোডের ৭৩৫ নম্বর হোল্ডিংয়ের কে বি স্কয়ার এবং ৭৫১ নম্বর হোল্ডিংয়ের তাজলিলি ভবনে মশার লার্ভা পাওয়ায় যথাক্রমে ৪০ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
বিজ্ঞাপন
এদিকে কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ ২ নম্বর ওয়ার্ডের গোড়ান, উত্তর গোড়ান, বনশ্রী ও সিপাহীবাগ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আদালত ২৭টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। তবে অভিযানে কোনো ভবন ও স্থাপনায় মশার লার্ভা পাওয়া যায়নি।
এছাড়াও কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৪৮ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে আদালত ৩০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২টি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম বলেন, আজকের অভিযানে আমরা ধানমন্ডি এলাকায় কনকর্ড রিয়েল এস্টেট লিমিটেড কর্তৃক নির্মাণাধীন একটি ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবন নির্মাণে সংশ্লিষ্ট সাইট ইঞ্জিনিয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। এছাড়াও আরও ২টি কমার্শিয়াল ভবন, বাসা-বাড়ির একাধিক স্থানে মশার লার্ভা পাওয়ায় আরও পৃথক ২ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে আজকের অভিযানে ৩ মামলায় ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে সর্বমোট ৯৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এসময় ৫টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় সর্বমোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এএসএস/এফকে