ঈদ পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে নিউমার্কেট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবারসহ প্রতিদিনই নিউমার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ক্রেতাদের বেচাকেনার সুবিধার্থে সপ্তাহের সাতদিনই সকাল থেকে রাত পর্যন্ত নিউ মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবারসহ অন্যান্য দিনেও নিউমার্কেট খোলা থাকবে।
কেনাকাটা করতে আসা মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সঙ্গে বৈঠক করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, স্থানীয় পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের একটি বৈঠক হয়েছে। সেখানে সার্বিক নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া পুলিশের পাশাপাশি র্যাবের সংশ্লিষ্ট সদস্যরা শুরু থেকেই এই জায়গায় টহল জোরদার করবেন বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
আরএইচটি/এমজে