আমরা রথের রশিও টানব আবার নিজের ধর্মও পালন করব
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, সমাজ থেকে সাম্প্রদায়িক গোষ্ঠীকে সম্পূর্ণভাবে উৎপাটন করতে হবে। এই দেশ সবার। এখানে হিন্দুরা মন্দিরে যাবে, মুসলিমরা মসজিদ-মাজারে আর বৌদ্ধরা প্যাগোডায়। আমরা রথের রশিও টানব আবার নিজের ধর্মও পালন করব। এতে হিন্দু-মুসলমানের কোনো সমস্যা হবে না, ইমান নষ্ট হবে না। যাদের ইমান নেই, যাদের মন দুর্বল তারা অন্য সম্প্রদায়ের মন্দির দখল করছে।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে নগরের প্রবর্তক মোড়ে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে আয়োজিত রথযাত্রায় উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন।
বিজ্ঞাপন
শিক্ষা উপমন্ত্রী বলেন, আমরা আজকে প্রতিজ্ঞা করতে চাই, যারা মন্দির দখল করতে চায় তাদের ঘরবাড়ি কিন্তু চট্টগ্রামে আছে। মন্দির দখল করতে গেলে আওয়ামী লীগের কর্মীদের বলবেন। আমরা তাদের বাড়ি-ঘর চিনি, কখন তাদের কী ওষুধ দিতে হয় সেটি আমরা জানি।
তিনি বলেন, আমেরিকার কথায় যারা নাচছে, তাদেরকে আমরা দেখিয়ে দেব আওয়ামী লীগ নাচাতেও জানে। আমরা আপনাদের নাচাব, আবার আপনারা নির্বাচনেও আসবেন। নির্বাচনে এলে আপনাদের দেশের জনগণ খোদা হাফেজ বলে দেবে। বিদেশি শক্তির ছায়ায় এদেশে কেউ ক্ষমতায় আসতে পারবে না। এদেশের মূল মালিক জনগণ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন ও সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ।
এর আগে ভোরে মঙ্গলারতির মধ্য দিয়ে অনুষ্ঠানমালার শুভ সূচনা হয়। বিকেল ৪টায় রথযাত্রার বর্ণাঢ্য মহাশোভাযাত্রা প্রবর্তক মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিনেমা প্যালেস প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় চট্টগ্রাম জেলার বিভিন্ন ধর্মীয় সংগঠনের অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন নামহট্ট, ভক্তিবৃক্ষ, ইয়ুথ ফোরাম, গীতা প্রচার বিভাগসহ ১৭০টির বেশি বিভিন্ন ধর্মীয় সংগঠন, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক বিভিন্ন পৌরাণিক সাজসহ অংশগ্রহণ করেন।
এমআর/কেএ