কক্সবাজারে আনসার-ভিডিপি সদস্যদের বিনামূল্যে চিকিৎসা
কক্সবাজার জেলায় ৫০০ আনসার-ভিডিপি সদস্যদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে হাইপ্রেসার, ডায়বেটিস, পেইনকিলার ও বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধী ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ জুন) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম রেঞ্জ অধীন কক্সবাজার সিটির ১নং ওয়ার্ড সমিতি পাড়ার উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন প্রাঙ্গনে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
আনসার সদর দপ্তরের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম রেঞ্জ উপ-মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলের দিক নির্দেশনায় চিকিৎসা সেবা মেডিক্যাল ক্যাম্পেইন আয়োজনে সার্বিক দায়িত্বে ছিলেন উপ-পরিচালক অম্লান জ্যোতি নাগ, জেলা কমান্ড্যান্ট ও অধিনায়ক, ৩৯ আনসার ব্যাটালিয়ন (অতি. দায়িত্ব) এবং পরিচালনায় ছিলেন সোনিয়া বেগম, সহকারী পরিচালক, ৩১ আনসার ব্যাটালিয়ন, চট্টগ্রাম। এছাড়া বাহিনীর অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ওষুধ বিতরণ ও রোগ নির্ণয়ের ব্যবস্থাপত্র প্রণয়নে সহযোগিতায় ছিলেন গাজীপুরের আনসার-ভিডিপি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাকারিয়া মাহমুদ। এছাড়াও ছিলেন কক্সবাজার সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. রাজীব নাথ, ডা. শিরিনাজ বেগম, স্ত্রী ও শিশুরোগ বিশেষজ্ঞ এবং রেঞ্জের এমআই রুমের চিকিৎসক ড. খাজা হোসেন কাউসার।
বিজ্ঞাপন
জেইউ/ওএফ