বাংলাদেশে ধর্মভিত্তিক অপরাজনীতি নিষিদ্ধ ও বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।

শনিবার (২৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন ও সমাবেশে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয় এ দাবি জানান। 

মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

সভাপতির বক্তব্যে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয় বলেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে। অতির দ্রুত তাদের নিবন্ধন বাতিল করা হোক। এই সংগঠনটি যাতে ইসলামের নামে আর দেশে রাজনীতি করতে না পারে। 

জামায়াতে ইসলামীসহ যেসব সংগঠন ধর্মের নামে রাজনীতি করে তাদের নিষিদ্ধ করার দাবি জানাই।

এমআই/ওএফ