নারায়ণগঞ্জের সোনাগাঁও এলাকা থেকে জাল নোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মো. শামছুল আমিনকে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

শনিবার (২৪ জুন) রাতে সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৫ জুন) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সোনারগাঁও এলাকা থেকে সামছুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২০০ টাকার ১০৮টি জাল নোট জব্দ করা হয়।

গ্রেপ্তার সামছুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ধরে জাল নোট প্রস্তুত করে দেশের বিভিন্ন এলাকায় কেনা-বেচা করে আসছিলেন। জাল নোট সরবরাহের জন্য তার একাধিক সিন্ডিকেট রয়েছে। তিনি ও তার অন্যান্য সহযোগীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের টাকার জাল নোট প্রস্তুত করেন এবং তা প্রতারণামূলকভাবে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যবসায়ীদের কাছে প্রদানের মাধ্যমে মালামাল ক্রয়সহ বিভিন্ন লেনদেন করে আসছিলেন।

এসব চক্রের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরধারীসহ অভিযান কার্যক্রম চলমান রয়েছে বলে জানান ফারজানা হক। গ্রেপ্তারের বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

এমএসি/এসএসএইচ/