অভিযানে সত্যতা
মুগদা হাসপাতালে প্যাথলজি পরীক্ষার ফি বেহাত
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে রোগীদের বিভিন্ন রোগের পরীক্ষা করাতে হয়রানি ও ঘুষ দাবির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। অভিযানে হাসপাতালের প্যাথলজি বিভাগের কাউন্টারের বাইরে দালালচক্রের অবস্থান এবং ইসিজি ও ইকো করার টাকা কাউন্টারে জমা না দিয়ে ইসিজি রুমে টাকা নিয়ে ইসিজি বা ইকো করানোসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা মিলেছে।
সোমবার (১০ জুলাই) সংস্থাটির (জনসংযোগ) কর্মকর্তা উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
দুদক সূত্রে জানা যায়, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে রোগীদের বিভিন্ন রোগের পরীক্ষা করানোয় হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম রোববার অভিযান পরিচালনা করে।অভিযানে হাসপাতালে আসা রোগীদের সঙ্গে কথা বলে সার্বিক সেবার মান অসন্তোষজনক বলে টিমের কাছে প্রতীয়মান হয়েছে।
দুদক জানায়, হাসপাতালের প্যাথলজি বিভাগের কাউন্টারের বাইরে দালালচক্রের অবস্থান, সেলস রিপ্রেজেনটেটিভদের মাধ্যমে প্রেসক্রিপশনের ছবি তোলা, ইসিজি, ইকো করার টাকা কাউন্টারে জমা না দিয়ে ইসিজি রুমে টাকা নিয়ে ইসিজি বা ইকো করানো- ইত্যাদি অভিযোগের বিষয়ে সরেজমিন পর্যবেক্ষণের সময় প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যায়। টিম এসব অব্যবস্থাপনার বিষয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বললে তিনি ইসিজির অব্যবস্থাপনার অভিযোগ নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত চলমান রয়েছে বলে দুদক টিমকে অবহিত করেন। এনফোর্সমেন্ট টিম হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পরিচালককে অনুরোধও করে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
আরএম/জেডএস