হাসপাতালের বেতন-ভাতা আত্মসাতে দুদকের মামলা
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা ও ভবিষ্যৎ তহবিলের সাড়ে ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বরখাস্ত হওয়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. ইয়াসিন ফিরোজের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১০ জুলাই) নারায়ণগঞ্জ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. আলম মিয়া বাদী হয়ে মামলাটি করেন।
বিজ্ঞাপন
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের চার জন কর্মকর্তা-কর্মচারী ডিপ্লোমা কোর্স সমাপ্ত করে উচ্চতর গ্রেড প্রাপ্ত হয়। তাদের ২০১৬-১৭ সালের এক বছরের বর্ধিত বেতন-ভাতার বিল যথাযথ প্রক্রিয়ায় প্রস্তুত করে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে জমা করা হয়। এসময় ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম পদ্ধতি চালু হওয়ায় উল্লিখিত বিলগুলো ফিক্সেশন জটিলতায় পড়ে এবং তাদের বেতন-ভাতার বিল ম্যানুয়ালি করার প্রয়োজন পড়ে। মো. ইয়াসিন ফিরোজ এ সুযোগ কাজে লাগিয়ে বিলগুলো হিসাবরক্ষণ অফিস থেকে পাস করিয়ে নিয়ে ব্যাংক থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
বিজ্ঞাপন
এছাড়া বিভিন্ন কৌশলে সাধারণ ভবিষ্যৎ তহবিলের হিসাবের তারতম্যের মাধ্যমে পাঁচ জন কর্মকর্তা/কর্মচারীর ৪ লাখ ৪ হাজার টাকা এবং চার জন কর্মকর্তা/কর্মচারীর সাধারণ ভবিষ্যৎ তহবিল থেকে অগ্রিম বাবদ ১৫ লাখ টাকাসহ মোট ৩৬ লাখ ৫৪ হাজার টাকা তাদের পরিশোধ না করে আত্মসাৎ করেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরএম/এসএসএইচ/