গাবতলীতে ৬ শতাধিক অবৈধ ঘর উচ্ছেদ করল ডিএনসিসি
গাবতলীতে প্রায় ছয় শতাধিক অবৈধ ঘর উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সেই সঙ্গে উচ্ছেদ অভিযানে জব্দকৃত মালামাল নিলামে ১ লাখ ৪৮ হাজার টাকায় বিক্রি করেছে সংস্থাটি।
সোমবার (১০ জুলাই) গাবতলীতে দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, মাহবুব হাসান ও মাহমুদুল হাসান।
বিজ্ঞাপন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন বলেন, ডিএনসিসির আওতাধীন ৯ নম্বর ওয়ার্ডের গাবতলী বেড়িবাঁধের ভূমির আরশিনগর জামে মসজিদ পাশ হতে ডিএনসিসির মালিকানাধীন আমিনবাজার পাইকারি কাঁচা মার্কেট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে প্রায় ছয় শতাধিক অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ করা হয়।
তিনি বলেন, অভিযানকালে জব্দকৃত মালামাল তাৎক্ষণিক নিলামের মাধ্যমে ভ্যাট ও আয়করসহ সর্বমোট ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।
অভিযানের সময় ডিএনসিসির সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিন আক্তার সাথী উপস্থিত ছিলেন।
এএসএস/এমএ