চার দফা দাবিতে প্রায় দুই মাসব্যাপী আন্দোলন কর্মসূচীর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক এটিএম গোলাম মির্জা মোস্তফা ও উপদেষ্টা একেএম আব্দুল মোতালেব এবং সংগঠনের নেতারা।

সিরাজুল ইসলাম জানান, ১৭ জুলাই থেকে শুরু হওয়া মহাসমাবেশে সকল জেলা, উপজেলা থেকে সর্বস্তরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, পলিটেকনিক ছাত্র শিক্ষক যোগদান করবে। প্রতি রোববার ও বৃহস্পতিবার বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত সকল সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ৪ দফা দাবিতে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের নেতৃত্বে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

কোথায় কবে আন্দোলন

১৭ জুলাই সকাল ১১ টায় রাজধানী ঢাকাসহ ঢাকা অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল। 

১৮ জুলাই দুপুর ১২টায় ফরিদপুর অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল।

১৯ জুলাই দুপুর ১২টায় ময়মনসিংহ অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল।

২০ জুলাই সকাল ১১টায় খুলনা অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল। 

২৩ জুলাই দুপুর ১২টায় রাজশাহী ও কুমিল্লা অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল।

২৪ জুলাই দুপুর ১২টায় রংপুর ও সিলেট অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল। 

২৬ জুলাই দুপুর ১২টায় বরিশাল অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল।

৩০ জুলাই দুপুর ১২টায় চট্টগ্রাম অঞ্চলের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষ মিছিল।

১ থেকে ১৫ আগস্ট ২৩ সার্ভিস এসোসিয়েশনসমূহের সঙ্গে সংগ্রাম পরিষদের মতবিনিময় ও জাতীয় শোক দিবসের আলোচনা। এরপর ১৯ আগস্ট পলিটেকনিক শিক্ষক সমিতি, টিএসসি শিক্ষক সমিতি, টিটিসির শিক্ষক নেতৃবৃন্দ ও ভোকেশনাল শিক্ষক সমিতির নেতৃবৃন্দ কেন্দ্রীয় ও শাখা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

সেপ্টেম্বরে ঢাকার কাকরাইলস্থ আইডিইবি ভবনে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলন। ১১ সেপ্টেম্বর সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহাসমাবেশ ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল এবং প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান।

এমআই/এমজে