আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ শূন্য আসন, ৭টি পৌরসভা, ১টি উপজেলা পরিষদের শূন্য পদে এবং ১১টি ইউনিয়ন পরিষদে শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ১৯ জুলাই ১টি উপজেলা পরিষদের শূন্য পদে উপনির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন উপলক্ষ্যে ১৭ ও ১৯ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ১৭ ও ১৯ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এসএইচআর/এমএ