রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি বাসায় বালতির পানিতে ডুবে জারিফ হোসেন (২০ মাস বয়সী) এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিশুর বাবা আকতার হোসেন বলেন, জারিফের মা জোসনা বেগম কাজে ব্যস্ত ছিল, সে সময়ে সবার অগোচরে বাসার বাথরুমের বালতির মধ্যে পড়ে যায় জারিফ। পরে সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন,আমাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার তিনগাও গ্রামে। বর্তমানে আমরা এলিফ্যান্ট রোডের একটি বাড়ির চার তলায় ভাড়া থাকি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিউ মার্কেট থানাকে জানানো হয়েছে।

এসএএ/এমএ