রমনায় ভবন থেকে পড়ে সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী নিহত
রাজধানীর রমনার ইস্কাটন রোডের ১৪তলা ভবন থেকে পড়ে ফারজানা আক্তার মালা (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবির বলেন, আমরা বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি জানতে পারিনি।
তিনি আরও বলেন, মালা সিদ্ধেশ্বরী গার্লস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনার সময় তার বাবা ছোট ভাই ও বোন বাসায় ছিল। এই ঘটনার পর তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার সৎ মা বর্তমানে বরিশাল আছেন। তার বাবা হাসপাতালে ভর্তি থাকায় এখন পর্যন্ত আমরা বিস্তারিত কিছু জানতে পারিনি। কী কারণে সে ভবন থেকে পড়ে মারা গেল সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
এসএএ/এসকেডি