রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২২ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, শাজাহানপুরে যুবলীগ নেতাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের নাম আমরা পেয়েছি। এ ঘটনার সঙ্গে যারা সরাসরি জড়িত, যারা মোটরসাইকেলে এসে পাহারা দিয়েছে এবং যারা মেরে পালিয়েছে তাদের নাম আমরা পেয়েছি। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করব।

আওয়ামী লীগ নেতা টিপু হত্যার সঙ্গে এই ঘটনার কোনো লিংক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, দুটি ঘটনাই শাহজানপুর এলাকায়। আমরা যাদের নাম পেয়েছি শিগগিরই গ্রেপ্তার করবো। গ্রেপ্তারের পর আমরা দেখব দুই ঘটনার মিল আছে কি না।

পুরান ঢাকায় তাহলে এখনো আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই তো গ্রেপ্তার আছে। তারা জেলখানায় রয়েছে। আমরা বুঝতে পারি জেলখানায় গিয়েও তারা সলাপরামর্শ করে। গ্রেপ্তারের পর রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসা করব, আন্ডারওয়ার্ল্ডের কারা কারা এই কাজগুলো করে।

এমএসি/জেডএস