চট্টগ্রাম-১০ উপনির্বাচন
কেন্দ্রে গিয়ে ভোট দিতে মসজিদের মাইকে আহ্বান
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসার জন্য মসজিদের মাইকে আহ্বান জানানো হয়েছে। রোববার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগরের বাদুরতলা এলাকার জঙ্গি শাহ মাজার মসজিদ থেকে কয়েকবার এ আহ্বান জানানো হয়।
ওই এলাকার একাধিক বাসিন্দা বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মসজিদের মাইকে বলা হয়- ‘সম্মানিত এলাকাবাসী, আপনার মূল্যবান ভোটটি কেন্দ্রে গিয়ে দিয়ে আসার অনুরোধ করছি।’
ওই এলাকার বাসিন্দা মিনহাজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, মসজিদের মাইকে ভোট দিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে, জীবনে প্রথমবার শুনলাম।
বিজ্ঞাপন
রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। আসনটিতে এবার সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেন্দ্রগুলোতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
এদিকে, বিএনপিসহ বড় কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী না থাকায় অনেকটা নিরুত্তাপ নির্বাচন হচ্ছে আসনটিতে। এছাড়া কয়েকমাস পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ার কারণে ভোটারের উপস্থিতিও কম।
সকালে নগরের নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু সাংবাদিকদের বলেন, বিগত নির্বাচনগুলোর মতো এ নির্বাচনেও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। ভোটারদের কেন্দ্রে আনতে দলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে আমি কখনোই শঙ্কা প্রকাশ করিনি। আমি মনে করি শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা দিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হবে।
এমআর/জেডএস