কাগজের দাম কমানোর দাবি লোকাল কার্টন ম্যানুফেকচারার্সের
বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন
কাগজের দাম ৪০-৪৫ শতাংশ বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন। এ শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষাসহ ৭ দফা দাবিও জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে এ প্রতিবাদ ও দাবি জানান সংগঠনটির সভাপতি এম এ বাশার পাটোয়ারী। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারও করেন তিনি।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মামুন প্রমুখ।
সরকারের কাছে তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে—কাগজের মূল্য স্বাভাবিক অবস্থায় নামিয়ে আনা, লোকাল প্যাকেজিং ও প্যাকেজিং কাগজকল উভয়ই প্রস্তুতকারী প্রতিষ্ঠান হওয়াতে প্যাকেজিংয়ের মতো কাগজের ১০০ শতাংশ মূল্যের উপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা, লোকাল প্যাকেজিং শিল্পের ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট বহাল রেখে কাস্টম ডিউটি প্রত্যাহার করা, কার্টন ক্রয়ের ক্ষেত্রে টিডিএস কর্তন করা প্রত্যাহার করতে হবে, ১০০ শতাংশ বিলের উপর ৫ শতাংশ এআইটি কাটা বন্ধ করে মার্কেট আয়ের উপর ৫ শতাংশ এআইটি প্রয়োগের জন্য পূর্বের আইন বাতিল করতে হবে, কাগজকল মালিকদের ১৫ শতাংশ ভ্যাট ছাড়া প্যাকেজিং কাগজ বিক্রয় বন্ধ করতে হবে এবং সরকারি রুগ্ন ও বন্ধ হয়ে যাওয়া কাগজকলগুলোকে ও লোকাল প্যাকেজিং শিল্পকে লাভজনক করার জন্য সরকারি কাগজকলগুলো বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের কাছে হস্তান্তর।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে বাশার পাটোয়ারী বলেন, স্থানীয় শিল্প কারখানার কার্টন চাহিদা মেটাতে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে লোকাল প্যাকেজিং শিল্পের বিকাশ ঘটে। প্যাকেজিং শিল্পের মালিকরা নিজ অর্থায়নে এ শিল্প গড়ে তুলেন। বর্তমানে এই শিল্প থেকে সরকারের বিপুল পরিমাণ ভ্যাট ও রাজস্ব আদায় হচ্ছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে আজ এটি হুমকির দিকে। ইতিমধ্যে কিছু প্যাকেজিং শিল্প বন্ধও হয়ে গেছে।
এমআই/এমএইচএস