ইন্দোনেশিয়ানদের ফ্রি ভিজিট ভিসা দিতে চায় বাংলাদেশ
দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে ফ্রি ভিজিট ভিসা দিতে চায় সরকার। পরস্পর নীতি অনুযায়ী বাংলাদেশ ইন্দোনেশিয়ানদের এ সুবিধা দিতে চায়। বৃহস্পতিবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইন্দোনেশিয়ান নাগরিকদের ফ্রি ভিজিট ভিসা অফারের সিদ্ধান্তটি পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে বাংলাদেশের সব মিশন এবং কনস্যুলেটে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয় বলছে, ইন্দোনেশিয়ান নাগরিকদের এ সুবিধার মাধ্যমে ঢাকা ও জাকার্তার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বৃদ্ধি পাবে, বিশেষ করে পর্যটন খাতে।
কূটনৈতিক সূত্রে জানা যায়, ব্যবসা-বাণিজ্যের প্রসারে ঢাকা ও জাকার্তার মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষর বিষয়ে দর-কষাকষি চলমান রয়েছে। একইসঙ্গে দুই দেশের জনগণের কানেক্টিভিটি বাড়াতে দেশটির সঙ্গে সরাসরি ফ্লাইট চালানোর বিষয়ে আলোচনা চলছে।
বিজ্ঞাপন
এদিকে, বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বিশ্বের যে কয়টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় তার একটি দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া। ২০১৬ সাল থেকে বাংলাদেশিরা ইন্দোনেশিয়ায় ভিসা ছাড়া ভ্রমণের সুবিধাটি ভোগ করে আসছে।
এনআই/এসএম