বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর উন্মুক্ত হচ্ছে শুক্রবার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের মহাত্মা গান্ধীর জীবনীনির্ভর তথ্যচিত্রের ডিজিটাল প্রদর্শনী তথা বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। শুক্রবার (২ এপ্রিল) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রদর্শনীটি ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায় ঢাকার ভারতীয় হাইকমিশন।
বিজ্ঞাপন
এতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক যৌথভাবে উদ্বোধনকরা বঙ্গবন্ধু এবং মহাত্মা গান্ধীর জীবন ও সংগ্রাম বিষয়ক প্রদর্শনী এখন সবার জন্য উন্মুক্ত। ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে নির্মিত এ অনন্য প্রদর্শনীটি ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৩০ এপ্রিল পর্যন্ত প্রদর্শিত হবে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহাত্মা গান্ধীর জীবনীনির্ভর তথ্যচিত্রের ডিজিটাল প্রদর্শনীটি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি যৌথভাবে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
উপমহাদেশের দুই বরেণ্য নেতা শেখ মুজিবুর রহমান এবং মহাত্মা গান্ধীর জীবনী নির্ভর ভ্রাম্যমাণ তথ্যচিত্রের ডিজিটাল প্রদর্শনীটিতে দুই নেতার বিভিন্ন উল্লেখযোগ্য সময়ের বর্ণনা সংবলিত ডিজিটাল উপস্থাপনা রয়েছে।
প্রদর্শনীটি জাতীয় শিল্পকলা একাডেমিতে প্রদর্শন শেষে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট শহরের প্রতিটিতে তিন সপ্তাহের জন্য চলবে। সব শেষে নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে এক মাস দর্শনার্থীদের জন্য খোলা থাকবে ডিজিটাল প্রদর্শনীটি।
এনআই/এসএম