অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মো. সোহেলুর রহমান খান। সোমবার (৩১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক হয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ব্যবস্থাপক (যুগ্মসচিব) মোহাম্মদ হাসান আরিফ।

অন্যদিকে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) মো. আব্দুর রশিদকে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মুহাম্মদ জহুরুল ইসলামকে যৌথ মূলধন ও ফার্মগুলোর দপ্তরের অতিরিক্ত নিবন্ধক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব ড. মো. আশরাফুজ্জামানকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক করা হয়েছে।

এসএইচআর/এসএসএইচ/