রাজধানীর মতিঝিলের আরামবাগে মায়ের সঙ্গে ঝগড়া করে তন্নী আক্তার সুমাইয়া (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

তন্নীর মামা সোহেল জানান, আমার ভাগ্নি বিভিন্ন দেশে গিয়ে বারে ড্যান্স করত। আজ সকালে তার মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে। পরে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকি করলেও সাড়া না দেওয়ায় দরজা ভেঙে দেখে যায়, ফ্যানের সঙ্গে সে ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন

তিনি বলেন, তারা মতিঝিলের আরামবাগের একটি বাসার ভাড়া থাকে। তাদের বাড়ি রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকায়। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহত তরুণীর বিষয়ে আমরা মতিঝিল থানাকে অবগত করেছি।

এসএএ/এসএসএইচ/