রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. আবু হানিফ (৬০) নামে এক বৃদ্ধ রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাটি আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর দুইটায় গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে যান সিএনজিচালিত অটোরিকশা চালক। বিকেল তিনটায় আহত বৃদ্ধ রিকশাচালক মারা যান। 

নিহতের ছেলে মো. নূরনবী বলেন, আমার বাবা কারওয়ান বাজার এলাকায় রিকশা চালান। আজ দুপুরে রিকশা চালানোর সময় পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশাটি ধাক্কা দিলে বাবা গুরুতর আহত হন। পরে বাবাকে নিয়ে ওই অটোরিকশা চালক ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। খবর পেয়ে আমরা এসে দেখি বাবা আর নেই।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মতলেবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে সুরতহাল তৈরি করার জন্য এসেছি। সিএনজিচালিত অটোরিকশাটি (ঢাকা মেট্রো থ-১৪-৫৯৪৯) জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। তদন্ত চলছে, এখনই কিছু বলা যাচ্ছে না।

নিহত বৃদ্ধ রিকশাচালকের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার উত্তর মিঠাখালী গ্রামে। তিনি কারওয়ান বাজার এলাকার কাঠপট্টিতে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, কারওয়ান বাজার থেকে গুরুতর আহত অবস্থায় এক রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আমরা তেজগাঁও থানাকে জানিয়েছি।

আরএইচ