আগুনে পুড়ল ৪ ঘর, ৩ লাখ টাকার ক্ষতি
কিশোরগঞ্জের কটিয়াদীতে আগুনে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কামারকোণা এলাকায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে আগুনে কামারকোণা গ্রামের সুরুজ মিয়া, বকুল মিয়া, শেকুল মিয়া ও রাজু মিয়ার একটি করে মোট চারটি ঘর পুড়ে গেছে। এর মধ্যে দুটি টিনের ঘর এবং বাকি দুটি সেমি পাকা। আগুনে তিনটি ঘর সম্পূর্ণ এবং একটি আংশিক পুড়ে গেছে।
বিজ্ঞাপন
আগুন লাগার খবর পেয়ে কটিয়াদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কটিয়াদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুল আলম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
মোহাম্মদ এনামুল হক হৃদয়/জেডএস