বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আরাফাত নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) সদর উপজেলার দাদশীর পাকুরিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আরাফাত দাদশীর পাকুরিকান্দার আকাশ খানের ছেলে।
বিজ্ঞাপন
নিহত শিশুর বাবা আকাশ জানান, তার বাচ্চা খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানজিলা খান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
মীর সামসুজ্জামান/জেডএস