ময়লার গাড়িতে আজ কেউ হতাহত হয়নি, দাবি দক্ষিণ সিটির
সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছে বলে অনুমান নির্ভর খবর প্রকাশ করা হচ্ছে উল্লেখ করে ডিএসসিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়িতে আজ কেউ হতাহত হয়নি।
শনিবার (৫ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের বলেন, ডিএসসিসির বর্জ্যবাহী কোনো গাড়িতে আজ শনিবার (৫ আগস্ট) ভোরে কেউ নিহত বা আহত হয়নি। গাড়ি চাপায় কেউ মারা গেলেই তা যাচাই-বাছাই না করে কর্পোরেশনের ওপর দায় চাপানো দায়িত্বশীল আচরণ হতে পারে না। কেউ কোনো গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়লে সঙ্গে সঙ্গেই তার শরীরের ওপর দিয়ে চালিয়ে যাওয়া গাড়ি কর্পোরেশনের বর্জ্যবাহী গাড়ি হবে– এটি ব্যক্তি বিশেষের ধারণাগত সিদ্ধান্ত হতে পারে। তবুও, কর্পোরেশনের বর্জ্যবাহী গাড়িগুলো অনেক ভারী হয় এবং সেসব গাড়ি দ্রুতগামী নয় বলে ব্যক্তি বিশেষের সেই ধারণা সঠিক নয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বস্তুনিষ্ঠ, বাস্তব ও তথ্যভিত্তিক সংবাদ প্রচারকে স্বাগত জানায়। তাই কোনো ধরনের অনুমান নির্ভর, কল্পিত ও বাস্তবতা বিবর্জিত সংবাদ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে। যদিও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য হতে পারে না। এ ধরনের মৃত্যু দুঃখজনক ও বেদনাদায়ক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জনৈক নারীর মৃত্যুতে শোক প্রকাশ করছে।
উল্লেখ্য, শনিবার (৫ আগস্ট) সকালে রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় গাড়ির নিচে চাপা পড়ে নাজমা বেগম (৪৬) নামে এক নারী নিহত হন।
বিজ্ঞাপন
নিহত নাজমা বেগমের ছেলে মমিন বলেন, আমার মাকে ডাক্তার দেখানোর জন্য ভোলা থেকে আজ সকালে সদরঘাট আসি। পরে সেখান থেকে ব্যাটারিচালিত রিকশায় করে আমার খালার বাসা শনিরআখড়া যাওয়ার সময় যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় এলে রিকশার চাকা ম্যানহোলের ঢাকনার সঙ্গে ধাক্কা লাগলে আমার মা রাস্তায় ছিটকে পড়ে যায়। পরে পেছন থেকে আসা সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি আমার মায়ের ওপর দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন আলী বলেন, ঘটনার পর সিটি কর্পোরেশনের গাড়ি পালিয়ে গেছে। আমরা গাড়িটি শনাক্তের চেষ্টা করছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এএসএস/এসএসএইচ/