‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, আসুন গড়ি ডেঙ্গু মুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে ডেঙ্গু প্রতিরোধে দেশের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে প্রচার-প্রচারণা শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হকের নির্দেশে সারা দেশে র‌্যালি, লিফলেট বিতরণ ও মাইকিং শুরু করেছে বাহিনীটি।

সোমবার (৭ আগস্ট) আনসার সদরদপ্তরের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বলেন, গত ২ আগস্ট থেকে বাহিনীর ব্যাটালিয়ন, জেলা ও বিভিন্ন ইউনিটে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

আজ সকালে খিলগাঁওয়ে বাহিনীর সদরদপ্তর থেকে জনসচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি খিলগাঁও এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, ভিডিপি ও টিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সবাইকে মশারি ব্যবহার, বাসাবাড়ি, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল ও কমিউনিটি সেন্টারসহ সব চিকিৎসাকেন্দ্র, বাসস্ট্যান্ড, রেলস্টেশন প্রভৃতি জায়গার কোথাও যেন পানি না জমে, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে বলা হয়।

এছাড়াও বাহিনীর সদস্যদের নিজে সচেতন থাকার পাশাপাশি শহর, গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লা ও হাট-বাজারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাতে বলা হয়।

জেইউ/এসএসএইচ/