গত ২৮ জুলাই গুলিস্তানে রাজনৈতিক সমাবেশ চলাকালে নিহত মাদ্রাসা শিক্ষার্থী রেজাউল করিমের হত্যাকাণ্ডের বিচার জানিয়েছে সর্বদলীয় ছাত্র ঐক্য।

বুধবার (১৬ আগস্ট) প্রেস ক্লাবে সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

ঐক্যের সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ জুলাই জ্বরে আক্রান্ত হাফেজ রেজাউল করিম ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়েছিলেন। ফেরার পথে গুলিস্তানে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘রেজাউল করিম কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না। তা সত্ত্বেও আওয়ামী সন্ত্রাসীরা রেজাউলকে নির্মমভাবে খুন করেছে। এই খুনের সঙ্গে কারা জড়িত তা এখন পরিষ্কার। কিন্তু হত্যাকাণ্ডের ২০ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। আমরা মনে করি, অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনের এই নীরবতায় মানুষকে আইনের প্রতি আস্থাহীন করে তুলবে।’

শরিফুল ইসলাম বলেন, এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা রাজপথে প্রতিবাদসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। আমরা রেজাউল হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে রেজাউলের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি করছি। 

দাবির অংশ হিসেবে আগামী ১৮ আগস্ট (শুক্রবার) বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল এবং আগামী ২৪ আগস্ট (বৃহস্পতিবার) শাহবাগ চত্বরে বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাকি, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি তানজিল আমির, ছাত্র জমিয়তের বাংলাদেশের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন।

ওএফএ/জেডএস