পার্বত্য খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকার সংঘবদ্ধ দুর্ধর্ষ অপহরণ চক্রের মূলহোতা শহীদুল ইসলাম ইমন (৪৮) ও তার অন্যতম সহযোগী সোহরাবকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৯ আগস্ট) রাত পৌনে ১টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৩ এর একটি দল।

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলা সূত্রে জানা যায়, শহীদুল পার্বত্য খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকার সংঘবদ্ধ দুর্ধর্ষ অপহরণ চক্রের মূলহোতা। সে মূলত তার সহযোগীদের নিয়ে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সহজ-সরল মানুষদের টার্গেট করে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলত। সেই ধারাবাহিকতায় কয়েকজনকে পার্বত্য এলাকার পাহাড়ি জনপদ ঘুরে দেখানোর প্রলোভন দেখিয়ে তাদের খাগড়াছড়িতে নিয়ে যায় শহীদুল।

পরবর্তী সময়ে ঘুরতে আসা ব্যক্তিদের জিম্মি করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে শহীদুল ও সহযোগীরা। এছাড়া কারো কাছে বিষয়টি প্রকাশ করলে ভুক্তভোগীদের জীবিত ফেরত দেওয়া হবে না বলেও হুমকি দেয়।

সবশেষ গত ১২ আগস্ট নারায়ণগঞ্জের এক বাসিন্দাকে একই কায়দায় অপহরণ করে তার পরিবারের নিকট মুক্তিপণ দাবি করে শহীদুল ও তার সহযোগীরা। পরে গত ১৬ আগস্ট খাগড়াছড়ির মানিকছড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

মামলার পর থেকে নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে রাজধানীতে চলে আসে শহীদুল ও সহযোগী সোহরাব। এরপর থেকে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকে। র‌্যাব-৩ এর গোয়েন্দা নজরদারিতে গতরাতে (শনিবার) গ্রেপ্তার হয় শহীদুল ও সহযোগী সোহরাব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেইউ/কেএ