মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের কাজ করতে হবে
তরুণদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানোর আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের কাজ করতে হবে। নতুন বাংলাদেশ তোমাদের হাত দিয়েই গড়তে হবে।
রোববার (৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের হল রুমে জাতীয় সমাজতান্ত্রিক দলের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিজ্ঞাপন
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজ দেশে ইতিহাস বিকৃত হচ্ছে। বঙ্গবন্ধুর ছবির ওপর আক্রমণ হচ্ছে। এগুলো সম্ভব হতো না যদি সিরাজুল আলম খানরা বেঁচে থাকতেন।
তিনি বলেন, সত্যকে আমাদের সংকীর্ণতায় ভুগতে হবে। দেশে বিভিন্ন সমস্যা দেখা দেবে। তাই ইতিহাস ও সত্যকে কখনও লুকানো ঠিক নয়। আমাদের সবাইকে সত্য তুলে ধরতে হবে। এ সময় তিনি সংগঠনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগ কর্মীদের আহ্বান জানান।
বিজ্ঞাপন
তিনদিনে ১৫ জনকে এ সরকার 'হত্যা করেছে' মন্তব্য করে তিনি বলেন, আজকে সাধারণ মানুষ নিরাপত্তা চায়। তরুণ বন্ধুরা নিরাপত্তা চায়। আমরা নিরাপত্তা চাই। কিন্তু এই নিরাপত্তা কে দেবে?
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই আপনাদেরই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাতে হবে। যেমন করে মুক্তির জন্য সংগ্রাম করেছিলেন সিরাজুল আলম খান, ভাসানী, রবেরা। মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।
বক্তারা বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবসময়ই বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রেখে চলেছে। আগামীতেও তারা সামনে থেকে নেতৃত্ব দেবে। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতার ঠাঁই নেই। এ বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ। এখানে কোনো অরাজকতা চলতে পারে না। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। নিরাপদ বাংলাদেশ গড়তে আমাদের সামনে থেকে কাজ করতে হবে।
একে/জেডএস