সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। সোমবার (২৮ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে মিন্টু রোডে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রতিমন্ত্রীর গাড়িচালক মঞ্জুরুল আলম ঢাকা পোস্টকে বলেন, মোটরসাইকেল এসে পেছন দিক দিয়ে আমাদের গাড়িকে ধাক্কা দেয়। এরপর ওরা পড়ে যায়। তখন প্রতিমন্ত্রী গাড়িতে ছিলেন। গাড়ির সামান্য ক্ষতি হয়েছে।

মোটরসাইকেলে দুজন আরোহী ছিলেন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় দুজনই আহত হয়েছেন। আমরা তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেছি। এরপর তাদের আত্মীয়-স্বজন আসে।

‘আমার গাড়ি তেমন রানিংয়ে ছিল না। আমি ইউটার্ন নিয়ে ঢুকে যেতাম। তারা জোরে আসছে দেখে আমি গাড়ি দাড় করিয়ে ফেলেছি। রানিং থাকলে তো চাকার নিচে পড়ত। তারা খুব দ্রুত গতিতে এসেছে। এজন্য আর নিয়ন্ত্রণ করতে পারেনি।’

তাদের কারো মাথায় হেলমেট ছিল না বলেও দাবি করেন তিনি। মঞ্জুরুল আলম বলেন, হ্যালমেট থাকলে তেমন আঘাত লাগত না।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান ঢাকা পোস্টকে বলেন, আমাদের প্রতিমন্ত্রীর গাড়িকে মিন্টো রোডে একটি মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিয়েছে। যারা ধাক্কা দিয়েছে তারা আহত হয়েছে।

/এসএইচআর/এসএসএইচ/