ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের মসজিদের চতুর্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। 

বুধবার (৩০ আগস্ট) দুপুর তিনটার দিকে সেখানে আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

মসজিদের চতুর্থ তলার ওই কক্ষে বসবাসকারী মো. জাহিদ বলেন, আমি এবং আরও কয়েকজন ওই কক্ষতে থাকি। মসজিদের গেটের পাশেই আমার একটি ছোট দোকান রয়েছে। আমি অগ্নিকাণ্ডের খবর শুনে দ্রুত উপরে যাই। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মসজিদের চারতলার একটি কক্ষে ফ্রিজের কম্প্রেসার থেকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এসএএ/কেএ