রাজধানীর শাহবাগ থেকে এস এম জিয়ারুল ইসলাম (৪০) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, এস এম জিয়ারুল খুলনার পাইকগাছা এলাকার বাসিন্দা। গত ১২ আগস্ট তার বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি ধর্ষণ মামলা হয়। মামলা হওয়ার পর সে এলাকা থেকে পালিয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে জিয়ারুলকে গ্রেপ্তার করা হয় শাহবাগ থেকে।

এমএসি/এনএফ