মালিবাগে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুর রহমান (৫০) নামে এক ব্যবসায়ীর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।
বিজ্ঞাপন
আব্দুর রহমান নারায়ণগঞ্জ বন্দর থানার উইলসন রোডের ৩৬৮ নম্বর বাসার মন্টু পাটোয়ারীর ছেলে।
রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে মালিবাগ রেলগেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নিহতের স্বজনদের কাছ থেকে জানতে পারি, আব্দুর রহমান ব্যবসার কাজে ঢাকায় এসেছিলেন । নারায়ণগঞ্জে তার ব্যবসা রয়েছে। মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
এসএএ/এসকেডি