হবিগঞ্জে বিএনপি-পুলিশের সংঘর্ষ
চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়েছে আহত সেই ওসিকে
বিএনপি ও পুলিশের সংঘর্ষে চোখে আঘাতপ্রাপ্ত হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তার চোখের অবস্থা সংকটাপন্ন। তিনি ভারতের চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে চিকিৎসা নেবেন।
বিজ্ঞাপন
পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ব্যক্তিগত উদ্যোগ, সার্বিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে অজয় চন্দ্র দেবেকে উন্নত চিকিৎসার জন্য ভারত পাঠানো হয়।
বিজ্ঞাপন
গত ২২ আগস্ট সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অজয় চন্দ্র দেবকে দেখতে যান আইজিপি।
এ সময় আইজিপি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। আইজিপি অজয় চন্দ্র দেবের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
এ প্রসঙ্গে আইজিপি বলেছেন, কোনো পুলিশ সদস্য আইনানুগ দায়িত্ব পালনকালে আহত হলে তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে।
গত ১৯ আগস্ট হবিগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব আহত হন। ২০ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তার চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
এমএসি/এমএ