মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফরহাদুল ইসলাম শিহাব (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১ সেপ্টেম্বর ) দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সোয়া তিনটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ভোর রাতের দিকে কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে জানতে পেরেছি পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
এসএএ/এমএসএ