চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার পলাতক আসামি জসিম উদ্দিনকে (৪৯) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১ সেপ্টেম্বর) ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কাজীরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জসিম উদ্দিনের বাড়ি ফটিকছড়ি উপজেলার দৌলতপুর এলাকায়। তার বাবার নাম বাদশা মিয়া।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, ২০০২ সালে ফটিকছড়ি উপজেলার বাসিন্দা লোকমান হোসেনকে হত্যার দায়ে জসিমসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকে পলাতক ছিলেন জসিম উদ্দিন। শুক্রবার র‍্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম উদ্দিনকে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

এমআর/এসএসএইচ/