ভেজাল পণ্য বি‌ক্রির অপরা‌ধে সুপার শপ প্রিন্স বাজারকে দুই লাখ টাকা জ‌রিমানা ক‌রা হ‌য়ে‌ছে। রোববার (৪ এপ্রিল) মোহাম্মদপুর এলাকায় অবস্থিত প্রিন্স বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

বিএফএসএ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রোববার ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদপুর এলাকায় অবস্থিত প্রিন্স বাজারে  মোবাইল কোর্ট পরিচালনা ক‌রা হয়।

এ সময় নিরাপদ খাদ্য আইন, ২০১৩  লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিক তা আদায় করা হয়। এসময় খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এসআই/ওএফ