চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে ২২ ধরনের অবৈধ ব্র্যান্ডের চা জব্দ করা হয়েছে। এসময় চা ব্যবসার বৈধ লাইসেন্স না থাকা, অনুমোদনহীন চা ব্র্যান্ড ও নকল প্যাকেট ব্যবহারসহ চা ক্রয়ের বৈধ কাগজপত্র না থাকায় শহরের চাক্তাই এলাকায় দুই প্রতিষ্ঠানসহ এক চা ব্যবসায়ীকে পঁচাত্তর হাজার টাকা জরিমানা করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে নিজাম টি হাউসকে পঞ্চাশ হাজার, চট্টলা টি হাউসকে বিশ হাজার এবং আবুল কাশেম নামে এক চা ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আদালতের উপস্থিতি টের পেয়ে চায়ের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যান।

বাংলাদেশ চা বোর্ডের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ব্যবসায়ীরা চা ব্যবসার বৈধ লাইসেন্স এবং চা ক্রয়-বিক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া ২২ ধরনের অনুমোদনহীন অবৈধ ব্র্যান্ডের চা বাজারজাত করা হচ্ছিল বলেও প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের বিষয়ে মোহাম্মাদ রুহুল আমীন বলেন, চাক্তাই বাজারের কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়া অনুমোদনহীন ব্র্যান্ডের চা প্যাকেটজাত করে দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে বাজারজাত করছেন মর্মে তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। কারণ চা ব্যবসায় যেসব অনিয়ম রয়েছে, তা প্রতিরোধে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করছে চা বোর্ড। এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং বাকলিয়া থাকার পুলিশ সদস্যরা।

এফকে