হেলমেট কি মাস্কের কাজ করে?
করোনা ভাইরাসের বিস্তার রোধে আজ থেকে আগামী এক সপ্তাহের জন্য দেশব্যাপী কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অকারণে কেউ যাতে বাইরে ঘোরাঘুরি না করেন বা মাস্ক ছাড়া কেউ যাতে বাইরে না আসেন সে জন্য সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।
রাজধানীর শাহবাগ মোড়ে ১২টায় অভিযান শুরু করে র্যাব। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
বিজ্ঞাপন
অভিযানে প্রতিটি মোটরসাইকেল চালক ও আরোহীকে ম্যাজিস্ট্রেট প্রশ্ন করেন, মাস্ক পরেননি কেন? তারা উত্তর দেন, হেলমেটের কারণে মাস্ক পরতে পারিনি।
তখন ম্যাজিস্ট্রেট বলেন, হেলমেট কি মাস্কের কাজ করবে?
বিজ্ঞাপন
এই অভিযানে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট ১০ জনকে জরিমানা করা হয়েছে, যার মধ্যে সবাই মোটরসাইকেল চালক ও আরোহী।
অভিযানে র্যাবের সদস্যদদের সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, প্রাইভেটকার, মোটোরসাইকেল চালকদের জেরা করতে দেখা যায়। যাদের বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ রয়েছে, কেবল তাদেরই যেতে দেওয়া হচ্ছে, আর যারা যৌক্তিক কারণ বলতে পারছেন না, তাদের ৫০, ১০০, ১৫০ ও ২০০ টাকা জরিমানা করা হচ্ছে।
অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, যারা মাস্ক পরবেন না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে জরিমানাও করা হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধিতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণও করা হচ্ছে।
পলাশ কুমার বসু বলেন, এছাড়াও যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছেন তাদের সচেতন করা হচ্ছে। মূলত জরিমানা করাই র্যাবের উদ্দেশ্য নয়। র্যাবের উদ্দেশ্য করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা।
এআর/এনএফ