ইসলামপুর-পাটুয়াটুলি রোডে কয়েকশো ব্যবসায়ী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন

সরকার ঘোষিত চলমান কঠোর নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন পুরান ঢাকার ইসলামপুরের ব্যবসায়ীরা। এ সময় তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেওয়ার দাবি জানান।

সোমবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় লকডাউনের প্রথম দিনে ইসলামপুর-পাটুয়াটুলি রোডে কয়েকশো ব্যবসায়ী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

ব্যবসায়ীরা বলছেন, গরিব মারার নিষেধাজ্ঞা আমরা মানি না, মানবো না। আগে মানুষের পেটে ভাত দিন, তারপরে নিষেধাজ্ঞা। গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটা এখনও পুষিয়ে না উঠতেই আবারও নিষেধাজ্ঞা।

তারা আরও বলেন, সামনে ঈদ আসছে। তাই ঈদ উপলক্ষে দোকান খুলে দিতে হবে। এই ভরা মৌসুমে নিষেধাজ্ঞা মানি না।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীরা সকাল থেকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলেন। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছেন। আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।

এমএইচএস