কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় সোমবার (৫ এপ্রিল) সকাল ১০টার পরে ওই আসামিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ব্যক্তির নাম এ কে এম সিরাজুল হক (৫৬)। তিনি ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

জানা গেছে, শ্যামলীর ২ নম্বর রোডে ‘স্ট্রেন হেলথ কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক সিরাজুল হক। তার প্রতিষ্ঠানে নকল ওষুধ ও কসমেটিকস পণ্য তৈরি করা হত। এ ঘটনায় র‍্যাব প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিরাজুল হককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত এক আসামি কেন্দ্রীয় কারাগার থেকে আনার সময় মারা গেছেন। তার মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যরাও এখানে এসেছেন।

সৈয়দ আমানত আলী/এমএইচএস