ওয়াসা থেকে আসা পাম্প কর্মকর্তাদের মেয়াদ বাড়াল ডিএসসিসি
ঢাকা ওয়াসা থেকে পাম্প স্টেশন পরিচালনার জন্য প্রেষণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আসা পাঁচ জন পাম্প কর্মকর্তার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ডিএসসিসি।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এসব কর্মকর্তার মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করেন।
বিজ্ঞাপন
সচিব আকরামুজ্জামান জানান, প্রেষণে ন্যস্তকৃত এসব কর্মকর্তার চার জন আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগকৃত ক্যাটাগরি ২ অনুযায়ী আর একজন স্থায়ী এলপিসি অনুযায়ী নিয়োগ পেয়েছে ঢাকা ওয়াসা থেকে। প্রেষণে আসা এসব কর্মকর্তার মেয়াদ এক বছর বাড়িয়ে দপ্তর আদেশ জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
জানা গেছে, পাম্পে দায়িত্বরত এসব কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পিও স্থায়ী বিল্লাল হোসেন, আউটসোর্সিং নাজিম উদ্দিন, আউটসোর্সিং রাজিব আহম্মেদ, আউটসোর্সিং তামিম হোসেন এবং আউটসোর্সিং মাহফুজুল আলম।
বিজ্ঞাপন
এএসএস/এসএসএইচ/