গ্রেফতার মো. মামুন/ ছবি- ঢাকা পোস্ট

চট্টগ্রাম নগরীর আকবরশাহ্ থানার বিশ্বকলোনী এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ মো. মামুন (৩৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব।

সোমবার (৫ এপ্রিল) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‍্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, বিশ্বকলোনী আলহেরা মসজিদ সংলগ্ন ফারুক মার্কেটের সামনে কয়েকজন মাদকদ্রব্য কেনা-বেচার জন্য অবস্থান করছে বলে গোপন সংবাদে আসে। এই তথ্যের ভিত্তিতে রোববার (৪ এপ্রিল) দিনগত রাত একটার দিকে র‍্যাব-৭ অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা ধাওয়া করে মো. মামুনকে গ্রেফতার করে।

উদ্ধার করা বিদেশি রিভলবার ও গুলি

তিনি আরও বলেন, মামুনের দেহ তল্লাশি করে কোমরে গোজা অবস্থায় ১টি বিদেশি রিভলবার এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মামুন অনেকদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছেন। এছাড়া অস্ত্র ব্যবহার করে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছিলেন। 

কেএম/এইচকে