চট্টগ্রামের পতেঙ্গায় জয়া মজুমদার (২২) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কাঠগড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। 

পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণ পুলিশের। 

নিহত জয়া মজুমদার পতেঙ্গার স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তার স্বামীর নাম সুজিত মজুমদার।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার রাতে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআর/এমএ