মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীতে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রহিম মিয়া ও বেলাল হোসেন নামে দুই শ্রমিকের হয়েছে।

মৃতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ গ্রামের তাহের তালুকদারের ছেলে রহিম মিয়া ও অপরজন একই গ্রামের ফরহাদ হোসেনের ছেলে মো. বেলাল হোসেন। তারা দুজন হোসেন্দী ইউনিয়নে ভবানীপুর এলাকায় গড়ে উঠা আনোয়ার জুট অ্যান্ড স্পিনিং মিলের রড মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে ১০-১২ জন শ্রমিক একত্রে আনোয়ার জুট অ্যান্ড স্পিনিং মিলের ভেতরে উত্তর-পূর্ব কোনের মেঘনা নদীর ঘাটে গোসল করতে যায়। সবাই পানিতে নামলে বৈদ্যুতিক শকড অনুভূত হলে রহিম মিয়া ও মো. বেলাল মিয়া ছাড়া সবাই ডাঙ্গায় উঠে আসেন। পরে রহিম মিয়া ও বেলাল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, খবর পেয়ে মরদেহ দুটি হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএ